ফটিকছড়িতে পুড়ল আট দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাজারে আগুন লেগে আটটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 07:07 AM
Updated : 10 Sept 2020, 11:59 AM

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন দুই নম্বর গলিতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা পুলক কান্তি সরকার জানান।

তিনি বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুন লাগে, পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কেউ হতাহত না হলেও আটটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান পুলক।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি হোমিও ওষুধের দোকান, একটি হার্ডওয়ারের দোকান, মোবাইল ফোন ও একসেসরিজের দুটি দোকান, একটি কাপড়ের দোকান, একটি সেলুন এবং একটি ব্রিকফিল্ডের অফিস রয়েছে।