চসিকের স্বাস্থ্য বিভাগে দেড় শতাধিককে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) স্বাস্থ্য বিভাগে একযোগে ১৬৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 04:10 PM
Updated : 1 Sept 2020, 04:10 PM

দায়িত্ব গ্রহণের চার সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় সিসিসিতে এই রদবদল করলেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এ নিয়ে প্রায় আড়াইশর বেশি কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হল।

মঙ্গলবার সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৬৮ জনকে বদলি করা হলো।

বদলি হওয়াদের মধ্যে চিকিৎসক, পরামর্শক, নার্স, ওয়ার্ড বয়, আয়া, স্বাস্থ্যকর্মী, টিকাদানকারী, টেলিফোন অপারেটর, নিরাপত্তাকর্মী রয়েছেন।

সিসিসি’র স্বাস্থ্য বিভাগের অধীনে চারটি মাতৃসদন, একটি জেনারেল হাসপাতাল, ৫৫টি নগর স্বাস্থ্যকেন্দ্র, কয়েকটি হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় এবং স্যাটেলাইট ক্লিনিক আছে। এই বিভাগের অধীনে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় আটশ।

সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুগ যুগ ধরে অনেকে একই পদে ছিলেন। স্থবিরতা দূর করতে এবং কাজে গতিশীলতা আনতে প্রশাসক মহোদয়ের নির্দেশে ১৬৮ জনকে বদলি করা হয়েছে।”

এরআগে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় ১২ অগাস্ট রাজস্ব বিভাগের ৩৯ কর্মকর্তা কর্মচারী বদলি করেন সুজন।  এরপর ১৭ অগাস্ট ৪৬ ওয়ার্ড সচিবসহ ৪৮ জনকে বদলি করা হয়।