প্রণব ‍মুখোপাধ্যায়ের মৃত্যুতে হাছান মাহমুদ-নওফেলের শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রামের দুই সংসদ সদস্য হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 06:15 PM
Updated : 31 August 2020, 06:15 PM

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এক শোকবার্তায় বলেন, “ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

“এই প্রাজ্ঞ প্রাণের জীবনাবসান উপমহাদেশ তথা বিশ্বরাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”

শিক্ষা উপমন্ত্রী নওফেল আরেক শোকবার্তায় বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রণব মুখার্জি অসামান্য ভূমিকা পালন করেছেন। উপমহাদেশের বরেণ্য এই রাজনীতিকের মহাপ্রয়াণে বাংলাদেশ এক অকৃত্রিম বন্ধুকে হারালো।”

নওফেল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে বলেন, তিনি রাজ্যসভায় বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। 

“তিনি সে সময় বলেছিলেন, ভারতের উচিত বাংলাদেশের প্রবাসী মুজিবনগর সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া।”

নওফেল প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।