কোভিড-১৯: চট্টগ্রামে শনাক্ত ছাড়াল ১৭ হাজার

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 03:47 PM
Updated : 31 August 2020, 03:47 PM

সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ৭২ জনের। এদের মধ্যে মহানগরীর ৫৮ জন এবং উপজেলার ১৪ জন।

হিউম্যান হলারে পাশাপাশি ৬ জনের জায়গায় এখন চারজন যাত্রী বসছে, কিন্তু তাতেও সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ছবি: মাহমুদ জামান অভি

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, গত ২৪ ঘণ্টায় ৭২ জন শনাক্তের হিসেবে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, হোম আইসোলেশন ও হাসপাতাল মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১২ হাজার ৬৪৪ জন।

চট্টগ্রামে গত ৩ এপ্রিল সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন, বিআইটিআইডি ল্যাবে ১২, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩ জন, সিভাসু ল্যাবে তিনজন, কক্সবাজার মেডিকেল কলেজে দুইজন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।