জাল এনআইডি-পাসপোর্ট চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তারের পর র‌্যাব বলেছে, তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল পাসপোর্ট তৈরির প্রতারক চক্রের সদস্য।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 12:14 PM
Updated : 31 August 2020, 12:14 PM

নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. ফরহাদের (২৩) বাড়ি নোয়াখালীর সেনবাগ, তিনি থাকেন আতুরার ডিপো এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে সংবাদ ছিল যে ফরহাদ ভুয়া এনআইডি ও জাল পাসপোর্ট তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে তথ্যের ভিত্তিতে রোববার রাতে আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়।

এএসপি মাশকুর জানান, আটকের পর ফরহাদের মোবাইলে বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা ভুয়া এনআইডি, বাংলাদেশি এবং ভারতীয় পাসপোর্টের কপি পাওয়া যায়। 

পাশাপাশি ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাংসদ নাজমুল হাসানসহ বেশকিছু রাজনীতিবিদের নামে ফেইসবুক আইডি তৈরি করে নিজে পরিচালনা করে মানুষের সঙ্গে ফরহাদের প্রতারণা করার তথ্য পাওয়ার কথাও জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

মাশকুর বলেন, “ফরহাদ জানিয়েছে, সে পাসপোর্টের প্রথম পৃষ্ঠাগুলো তৈরি করে। বাকি কাজ করেন অন্যরা। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।”