বঙ্গবন্ধুর অনুসারীরাই মানুষের পাশে থাকে: রেজাউল

বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরাই সবসময় সাধারণ মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 02:40 PM
Updated : 29 August 2020, 02:40 PM

জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম  বলেন, “দুঃসময়ে মানুষের পাশে থাকা দলটির নাম আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সাধারণ মানুষের মনের ভাষা বুঝতেন, ঠিক তেমনি জাতির জনকের আদর্শের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মনের ভাষা বোঝে। যেটা অন্য কোনো রাজনৈতিক দল বোঝে না।

“করোনা মাহমারীর শুরু থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন, তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে জননেত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার যে নিদের্শ দিয়েছেন, তা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী সঠিকভাবে তা পালন করেছে।”

এক নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মো. মনজুরুল আলম চৌধুরী ।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন মো. কামাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল আলম, হাটহাজারী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনামুল হক, ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলায়মান চৌধুরী, মো. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম দিদারুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার চৌধুরী বাবু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফি প্রমুখ।