কর্ণফুলী তীরে ১০ একর জায়গা উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আবারও উচ্ছেদ অভিযান চালিয়ে ১০ একরের মতো জায়গা পুনরুদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2020, 02:06 PM
Updated : 27 August 2020, 02:06 PM

চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ যৌথভাবে বুধ ও বৃহস্পতিবার নগরীর মাঝিরঘাট এবং সদরঘাট এলাকায় নদীর তীরে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা এসব জমি উদ্ধার করেন।

ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগেও সদরঘাট ও মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী তীরে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল।

“সেখানে উদ্ধার করা জায়গায় দখলদাররা অবৈধ স্থাপনা তৈরি করে তীর পুনরায় দখল করেছিল। তাদের উচ্ছেদে জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।”

গৌতম বাড়ৈ বলেন, দুইদিনের অভিযানে ১০ একর জায়গা উদ্ধার করে সেখানে গড়ে ওঠা দুইশর মতো দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।