সিসিসি: দায়ের ভারে ন্যুব্জ, টাকার খোঁজে সুজন
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2020 01:01 AM BdST Updated: 27 Aug 2020 05:34 PM BdST
-
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন
বকেয়া পরিশোধ, মশা নিধন ও বেহাল সড়ক সংস্কারে ৩৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
বুধবার ঢাকায় গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবের সাথে দেখা করার পাশাপাশি নৌপরবিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দেখা করেও সহযোগিতা চেয়েছেন তিনি।
সুজন জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৮৫০ কোটি টাকা দায়ের তথ্য পেয়েছেন তিনি।
তিনি বলছেন, ‘এত দেনার বোঝা মাথায় নিয়ে’ করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম চালানো ‘অত্যন্ত কঠিন’। পাশাপাশি টাকা না পেলে মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়ক সংস্কার চালানো ‘প্রায় অসম্ভব’।
স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতের আগে গত সপ্তাহে অর্থ বরাদ্দ চেয়ে তিনটি উপ-আনুষ্ঠানিক পত্র (ডিও) দিয়েছিলেন সুজন।
এসব চিঠিতে ঠিকাদারের বকেয়া বিল পরিশোধের জন্য ২৯৩ কোটি টাকা, মশা নিধন ও পরিচ্ছন্নতার জন্য ২০ কোটি টাকা এবং সড়ক সংস্কারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাতের বিষয়টি জানিয়ে সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ঠিকাদাররা টাকা পাবে। কর্মচারীদের পাওনা প্রায় ১৫০ কোটি টাকার মত। ২০১৫ সাল থেকে তাদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ড ফান্ডের অর্ধেক বকেয়া।
“উনারা (মন্ত্রী ও সচিব) বলেছেন, অর্থ মন্ত্রণালয়ে টাকা চেয়ে লিখেছেন। চেষ্টা করবেন সর্বোচ্চ সহায়তা করতে।”
সিটি করপোরেশনের নির্বাচনের আগে প্রশাসকের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া সুজন বলেন, “নগরবাসী মশার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সড়কে খানাখন্দ। কিন্তু টাকা না থাকলে এসব কাজ আগানো কঠিন। এগুলো তো অল্প টাকার বিষয় না।”
এর আগে গত ৪ অগাস্ট বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছিলেন, সিটি করপোরেশনের দায়ের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। যার মধ্যে ৫০০ কোটি টাকার মত প্রকল্পের বিপরীতে এবং বাকি ৩০০ কোটি টাকা সাধারণ দায়।
বিগত মেয়রদের আমলের প্রায় ২৯৫ কোটি টাকা দায় শোধ করেছিলেন বলেও দাবি করেন নাছির।
নৌপরবিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে দেখা করেও সহায়তা চাওয়ার কথা জানান সুজন।
“উনাকে বলেছি, চট্টগ্রামের ভৌগলিক অবস্থানের মূল বেনিফিশারি বন্দর এবং জাতীয় অর্থনীতির প্রাণও বন্দর। নগরীর ৮০ শতাংশ রাস্তার মূল ব্যবহারকারীও বন্দর। বন্দরকে সুন্দর রাখতে হলে নগরীকেও সুন্দর থাকতে হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন
কী ধরনের সহায়তা চেয়েছেন প্রশ্ন করলে সুজন বলেন, নগরবাসী ১৭ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স দেয়। বন্দর দেয় থোক হিসেবে। নগরবাসী যে হারে দেয়, সেই হারে দিলেও সিটি করপোরেশনের আয় বাড়ে। সেটাই তিনি নৌপরবিহন প্রতিমন্ত্রীর কাছে চেয়েছেন।
“দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি হয় চট্টগ্রাম দিয়ে। এতে কাস্টমসও অনেক আয় করে। তারাও কিছু দিক (সিটি ট্যাক্স হিসেবে)। শহরের সুবিধা ভোগ করলে কিছু কন্ট্রিবিউট তো করা উচিত।”
গত অর্থবছরের হোল্ডিং ট্যাক্স বাবদ বন্দর কর্তপক্ষ ৮ জুলাই সিটি করপোরেশনকে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা পরিশোধ করে। এর আগে ২০১৯ সালে ৩০ কোটি এবং ২০১৬ সালে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স দিয়েছিল বন্দর।
গত ৪ অগাস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনে নিজের মেয়াদের শেষ বাজেট ঘোষণা করেন আ জ ম নাছির।
২০২০-২১ অর্থ বছরের জন্য দুই হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ টাকার এই বাজেটে ৭৯০ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয় দায় শোধে।
পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পারিশ্রমিক বাবদ ব্যয় ধরা হয় ২৯০ কোটি ৪০ লাখ টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার এই টাকা করপোরেশনের নিজস্ব আয় থেকে পরিশোধ করতে হয়।
২০১৯-২০ অর্থ বছরে সব খাত মিলিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আদায় হয় ২৫৩ কোটি সাত লাখ টাকা।
২০২০-২১ অর্থ বছরের বাজেটে কর ও অভিকর খাতে ১৯৯ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তার আগে ২০১৯-২০ অর্থ বছরে এ খাতে ২০১ কোটি টাকা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করে মাত্র ৫৩ কোটি টাকা আদায় হয়েছিল।
৭৯০ কোটি টাকা দেনা শোধের বাজেট দিয়ে গেলেন মেয়র নাছির
পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন নিয়ে যা বললেন নাছির
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চট্টগ্রামে কাউন্সিলরের বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
-
চাহিদায় ঘাটতি দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে নর্দমা থেকে লরি চালকের লাশ উদ্ধার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চাহিদায় ঘাটতি: কোরবানির আগে পাইকারিতে দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে