চট্টগ্রামে বস্তিতে আগুন, শিশুসহ তিনজনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী বৃদ্ধ, শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 05:29 PM
Updated : 14 August 2020, 05:29 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানাধীন একে খান গেইট রেলক্রসিং সংলগ্ন আজম রোডের বস্তিতে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী।

নিহতরা হলেন- প্রতিবন্ধী বৃদ্ধ আবু তাহের (৬০), তার স্ত্রী আয়েশা বেগম (৫০) ও তাদের দেড় বছর বয়সী নাতি রাশেদ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভাতে পারে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, “মারা যাওয়া আবু তাহেরের ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

“আগুনে বস্তির পাঁচজন ব্যক্তির মালিকানাধীন ত্রিশটির মতো ঘর পুড়ে গেছে।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা না যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।