ভাসানচরের কাছে চিনিবোঝাই জাহাজডুবি

ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে অপরিশোধিত চিনিবোঝাই একটি ছোট জাহাজ ডুবে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 04:29 PM
Updated : 5 August 2020, 04:33 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে চিনি নিয়ে লাইটার জাহাজটি নরসিংদী যাচ্ছিল।

ভাসানচর-১ বয়ার কাছে এটি ডুবে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

ডুবে যাওয়া জাহাজের নাম এমভি আল নুর-১। এতে ৯৫০ টন অপরিশোধিত চিনি ছিল। জাহাজটি দেশবন্ধু সুগার মিলের জন্য চিনি নিয়ে যাচ্ছিল।

সেলিম বলেন, “ভাসানচরের কাছে গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে এটি ডুবে যায়।”

জাহাজটিতে থাকা ১২ আরোহীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা গেলেও গিয়াস উদ্দিন নামে একজন এখনও নিখোঁজ বলে জানান সেলিম।

তিনি বলেন, “সে ওই জাহাজের বাবুর্চি ছিল। নৌবাহিনীর জাহাজ বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।”

এই লাইটার ডুবির ঘটনায় ওই চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিএর উপ-পরিচালক সেলিম।

তিনি বলেন, “অপরিশোধিত চিনি গলে যাওয়ায় জাহাজটি হালকা হয়ে ধীরে ধীরে হালকা হয়ে একটু ভেসে উঠছে এবং ভাসান চরের দিকে যাচ্ছে।”