সীতাকুণ্ডে মাটি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানার জায়গায় মাটি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 04:19 PM
Updated : 5 August 2020, 04:19 PM

বুধবার বেলা ৩টার দিকে সীতকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার পূর্ব পাশের পাহাড়ের পাশের লেক সংলগ্ন রাস্তা ভরাটের সময় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন- আবদুর রশিদ (৫৫) ও মমতাজ উদ্দিন (২২)। দুইজনের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, তারা জিপিএইচ ইস্পাত কারখানার জায়গায় মাটি কাটার কাজ করছিলেন। সেখানে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাদের একজন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যজন নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান।

দুইজনই জিপিএইচের স্থায়ী শ্রমিক নন। ঠিকাদারের অধীনে মাটির কাটার জন্য তারা এসেছিলেন।