চট্টগ্রামের ঈদ জামাতে মহামারী থেকে মুক্তির প্রার্থনা

সামাজিক দূরত্বের বিধি মেনে চট্টগ্রামে অনুষ্ঠিত ঈদের জামাতে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2020, 09:41 AM
Updated : 1 August 2020, 09:41 AM

শনিবার সকালে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল পৌনে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী।

নামাজ শেষে মোনাজাতে মহামারি মুক্তি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়।

এর আগে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মসজিদে আসেন মুসল্লিরা। সামাজিক দূরত্ব মেনে মসজিদের ভেতর নামাজ পড়েন বিভিন্ন বয়সী মানুষ। অল্প কিছু মুসল্লিকে মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা গেছে।

সকাল পৌনে নয়টায় জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় নামাজে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে শনিবার সকালে কোরবানির ঈদের জামাত। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এম এ আজিজ স্টেডিয়াম মসজিদে ঈদের নামাজ পড়েন।

জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ পড়েন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৪১টি ওয়ার্ডের মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

তবে এবার খোলা স্থানে কোনো ঈদ জামাতের আয়োজন করা হয়নি।

নামাজের পর নিজ নিজ বাসা বাড়িতে ফিরে পশু কোরবানি দেন নগরবাসী।