চট্টগ্রামে বাসচাপায় এসআইর মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 08:43 AM
Updated : 30 July 2020, 08:43 AM

বৃহস্পতিবার সকালে নগরীর মেরিনার্স সড়কের লইট্টাঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আহসানুল হক (২৭) চট্টগ্রাম জেলা পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) হিসেবে আদালতে কর্মরত ছিলেন।

আহসানকে চাপা বাস ও চালক দিদারুল আলমকে (৫০) আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়ার বাসা থেকে মোটর সাইকেলে করে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আহসানুল হক।

এসআই আহসানুল হককে চাপা দেওয়া বাস ও চালককে আটক করা হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মেরিনার্স সড়কের লইট্টাঘাটা ব্রিজের উপর পটিয়া থেকে চট্টগ্রামে আসা এস আলম সার্ভিসের একটি বাস পেছন থেকে আহসানুলের মোটর সাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

“মাটিতে পড়ে গেলে বাসের চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।”

নগরীতে দিনের বেলায় বড় বাস প্রবেশ নিষেধ থাকলে পটিয়া-চট্টগ্রাম এই রুটের বাসের কাউন্টার তৈরি করা হয়েছে নগরীর সিনেমা প্যালেস এলাকায়।

এ বছরের ১ জানুয়ারি থেকে শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ বাস সার্ভিসটি চালু করে।