কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতাদের ‘ছিনতাই করেন’ তারা

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 03:25 PM
Updated : 29 July 2020, 03:25 PM

এই চক্র গরুর হাটের ক্রেতা-বিক্রেতাকে ‘টার্গেট’ করে ছিনতাই করে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গরবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নূরনবী (২৫), আব্বাস উদ্দিন জুয়েল ওরফে পার্টি জুয়েল (২৫), মো. মানিক (২৫), নুর আলাম (৪৫)।

নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের পরিদর্শক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবানীর পশুর হাটের ক্রেতা, বিক্রেতাদের নিরাপত্তার জন্য নগর গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছুরি ও ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করা  হয়।

রুহুল আমিন বলেন, “এই ছিনতাইকারীর মূলত বিবিরহাট, সাগরিকা, এক কিলোমিটার এলাকার গরুর হাটের ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে। ষোলশহর, জিইসি ও ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এসব লোকদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এরা পেশাদার ছিনতাইকারী।”

এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান পরিদর্শক রুহুল।