অনুমোদন ছাড়াই পশুর হাট, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির

পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানা এবং অনুমোদন ছাড়া হাট বসানোয় সাত ব্যক্তিকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 03:09 PM
Updated : 28 July 2020, 03:09 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।

দুপুরে নগরীর দুই নম্বর গেট সিএমবি কলোনিতে পশুর হাট বসানোর খবর পেয়ে সেখানে যায় অভিযান দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, ২৫-৩০টি গরু সেখানে বাঁধা ছিল, কিছু লোক গরু দামাদামি করছিল।

“এসময় মো. হাসেম নামের গরু বিক্রির বিষয়টি স্বীকার করেন। স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং কলোনির ভেতর গরুর হাট বসানোয় তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।”

এছাড়া নগরীর বিবিরহাট গরুর বাজারে স্বাস্থ্যবিধি না মানায় একজনকে চারশ টাকা জরিমানা করে আদালত।

বিকালে বিবিরহাট গরুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটে প্রচুর জনসমাগম ছিলো। স্বাস্থ্যবিধি না মানায় ও প্রকাশ্যে ধূমপান করায় পাঁচজনকে মোট এক হাজার দুইশ টাকা জরিমানা করা হয়।

“এসময় ক্রেতা-বিক্রেতাদেরকে স্বাস্থ্যবিধি কার্যকরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। হাটে অবস্থিত পুলিশ ক্যাম্পের সদস্যদেরকে স্বাস্থ্যবিধির বিষয়ে নিয়মিত বিরতিতে মাইকিং করার নির্দেশনা দেওয়া হয়।”

পাশাপাশি বাজার কমিটির সদস্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।