চট্টগ্রামে পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ছয় ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 04:39 PM
Updated : 27 July 2020, 04:39 PM

পাশাপাশি পাইকারি বাজারে আদা ও পাম ওয়েলের দাম বাড়ানোয় দুই ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের সাগরিকা গরুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছি। তাই সেটা নিশ্চিত করতে সাগরিকা গরুর হাটে গিয়েছিলাম। সেখানে সংশ্লিষ্টদের সচেতন করি।

“বাজারে তেমন ক্রেতা ছিল না। বিক্রেতা ও তাদের কর্মচারীরা ছিলেন। এর মধ্যে স্বাস্থ্য বিধি না মানায় ছয় জনকে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

হাটের পশু বিক্রেতা ও ইজারদারকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদ সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর খাতুনগঞ্জেও এদিন অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আলী হাসান বলেন, অভিযানে তিনি অযৌক্তিকভাবে আদার দাম বৃদ্ধির সত্যতা পান।

“গত সপ্তাহে ১০৭ টাকায় প্রতি কেজি আদা পাইকারিতে বিক্রি হচ্ছিল। আজ বিক্রি হচ্ছিল ১৪২ টাকায়। হঠাৎ করে প্রায় ৩৫ টাকা দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি।”

এ কারণে পাইকারি ব্যবসায়ী মেসার্স চট্টগ্রাম বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “তাদের ভাউচার আমরা দেখেছি। কাস্টমসের সাথেও যোগাযোগ করা হবে। বিদেশে আদার ক্রয়মূল্য বেড়েছে বলে ব্যবসায়ীদের যে দাবি, সেটাও যাচাই করব।”

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মূল্যবৃদ্ধির কাগজপত্র দেখাতে না পারায় ও মূল্য তালিকা না থাকায় পামওয়েল বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স মালেক ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মেসার্স হাজী এন্টারপ্রাইজ এবং কে এইচ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।