কোভিড-১৯: চট্টগ্রামে শনাক্ত রোগী ১৩ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 09:53 AM
Updated : 21 July 2020, 09:53 AM

গত ২৪ ঘণ্টায় ১১১৫টি নমুনা পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে মোট শনাক্ত ১৩৮ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি ল্যাবে পরীক্ষা হওয়া নমুনায় এই ফল পাওয়া গেছে।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৬৫ জনে। এর মধ্যে হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে থেকে ইতিমধ্যে সাত হাজার ৮৭৮ জন রোগী সুস্থ হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। সবমিলিয়ে জেলায় এখন পর্যন্ত ২২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে নগরীর ১৫৮ জন ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার শনাক্ত ১৩৮ জনের মধ্যে নগরীর ৮৯ জন এবং ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে নয় হাজার ৮৮ জন নগরীর এবং তিন হাজার ৯৭৭ জন উপজেলাগুলোর বাসিন্দা।

শেষ দিনে ৪০ জনসহ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ১৬২৪ জন। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার ২৫৪ জন রোগী।