দামপাড়ায় পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় পাহাড় কাটায় এক জনকে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 04:15 PM
Updated : 14 July 2020, 04:15 PM

মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী শুনানি শেষে ওই পাহাড় কাটায় অভিযুক্ত নুরুল আজিমকে এ জরিমানা করেন।

গত রোববার নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় হাতেনাতে একজনকে আটক করে তিন দিনের কারাদণ্ড দিয়েছিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী ওইদিন পাহাড় কাটা সরেজমিন পরিদর্শন করে নুরুল আজিমকে মঙ্গলবার শুনানিতে অংশ নেওয়ার নোটিশ দেন।

নুরুল্লাহ বলেন, “আনুমানিক চার হাজার ঘনফুট পাহাড় কাটায় শুনানি শেষে আট লাখ টাকা জরিমানা করা হয়। ক্ষতিপূরণের অর্থ আগামী সাতদিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।”

একইসাথে অধিদপ্তরের অনুমতি ছাড়া ওই স্থানে পাহাড় কাটা, বহুতল ভবন নির্মাণসহ যে কোন ধরনের উন্নয়নমূলক কাজ না করতে বলা হয়েছে।