চবি ক্যাম্পাসে ঝর্ণায় পড়ে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝর্ণায় পড়ে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 10:57 AM
Updated : 13 July 2020, 10:57 AM

সাইফুল ইসলাম মুন্না নামের ২৪ বছর বয়সী ওই যুবক হাটহাজারী সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার সিরাজুল হকের ছেলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে ক্যাম্পাসের কলা অনুষদের পিছনে ওই ঝর্ণায় পড়ে যান সাইফুল।

“বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে সাইফুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।”

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা জাহেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুলরা ৩-৪ জন মিলে সকালে ওই ঝর্ণার ধারে বেড়াতে গিয়েছিল। ফেরার সময় সাইফুল ঝর্ণায় পড়ে যান।

১৩ জন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১৪ দিনের জন্য অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে কীভাবে একদল যুবক ঝর্ণায় গেল জানতে চাইলে প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল ফটকগুলো বন্ধ থাকায় তারা কলা অনুষদের পিছনের পাহাড় দিয়ে ঝর্ণায় প্রবেশ করেছিল। তাই নিরাপত্তাকর্মীদের নজরে পড়েনি।

“কিন্তু ঘটনা জানার সাথে সাথে আমরা উদ্ধারের উদ্যোগ নিয়েছি। ঝর্ণাটি তারকাঁটা দিয়ে ঘেরা, তারপরও তারা পাহাড়ি পথে সেখানে যায়।”