চট্টগ্রামের আর্চ বিশপ মজেস কস্তা মারা গেছেন

চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তা মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 06:45 AM
Updated : 13 July 2020, 06:45 AM

সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলাদেশে ক্যাথলিক চার্চের সামাজিক সংগঠন কারিতাসের এক কর্মকর্তা জানিয়েছেন।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণে আর্চবিশপের মৃত্যু হয়েছে। চারদিন আগে তিনি দুই দফায় স্ট্রোক করেন এবং তাকে আইসিইউতে নেওয়া হয়।

৬৯ বছর বয়সী ধর্মযাজক মজেস কস্তা ২০১১ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ ছিলেন। তিনি নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে থাকতেন।

মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আর্চ বিশপ মজেস কস্তার মরদেহ মঙ্গলবার সকাল থেকে পাথরঘাটা গির্জায় রাখা হবে। দুপুরে পাথরঘাটা এলাকার ক্যাথেড্রাল ধর্মপল্লীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।