পাহাড় কেটে দেয়াল নির্মাণ, একজনের কারাদণ্ড

পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় এক ব্যক্তিকে আটক করে তিনদিনের কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 02:54 PM
Updated : 12 July 2020, 02:55 PM

রোববার দুপুরে দামপাড়া ম্যানোলা পাহাড়ের দক্ষিণ অংশ থেকে জহির উদ্দিন (২৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লঙ্ঘনের অপরাধে জহির উদ্দিনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পাহাড় কাটার নির্দেশদাতা নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা মো. নুরুল আজিমকে মঙ্গলবার সকালে শুনানিতে হাজির হতে নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যানোলা পাহাড়ের দক্ষিণ দিকের একাংশ কেটে ফেলা হয়েছে। সেখানে দেয়াল নির্মাণের কাজ চলছিল। ওই অংশে একটি টিনের ঘরও করা হয়েছে। সেখানে কেয়ারটেকার থাকত।

“এ ঘটনায় মো. নুরুল আজিমের বিরুদ্ধে এনফোর্সমেন্ট মামলা করা হয়েছে। তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। নুরুল আজিমসহ আরো কয়েকজন ওই অংশের মালিকানায় আছেন বলে জেনেছি। তিনি শুনানিতে আসলে বাকিদের বিষয়ে তথ্য জানা যাবে।”