দাওয়াত করে নিয়ে যুবককে ফাঁসানোর পর গ্রেপ্তার ৫

বাসায় দাওয়াত দিয়ে এনে ‘অনৈতিক কাজের নাটক’ সাজিয়ে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 02:29 PM
Updated : 12 July 2020, 02:29 PM

নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন - মনোয়ারা বেগম (৪০), মৌসুমী দাশ (২২), কামরুল ইসলাম (৩০), ইয়াছিন আরাফাত (২২), ইফতু হোসাইন (২২)।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাফ্ফর নামে জহুর হকার্স মার্কেটের এক দোকান কর্মচারিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে শনিবার রাতে মনোয়ারা তার বাসায় দাওয়াত করে।

“রাতে মোজাফ্ফর তার বাসায় যাওয়ার পর আগে থেকে সেখানে থাকা মৌসুমীকে দিয়ে একটি রুমে আটকে রাখে। সেখানে অনৈতিক কাজের নাটক সাজিয়ে কামরুল, ইয়াছিন ও ইফতুকে ডেকে আনেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোজাফ্ফরের কাছ থেকে এক লাখ টাকা দাবি করে, অন্যথায় তাকে গ্রেপ্তার করার ভয় দেখায়।”

ওসি বলেন, মোজাফ্ফর তখন তার পকেটে থাকা সাড়ে তিন হাজার দিয়ে আরও টাকা আনার কথা বলে কৌশলে তার দোকান মালিককে ঘটনা জানান। মালিক তাকে মোবাইল ব্যাংকিং একাউন্টে আট হাজার টাকা পাঠিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

“রাতেই পুলিশ মোজাফ্ফরকে উদ্ধার করে এবং অন্য পাঁচজনকে গ্রেপ্তার করে,” বলেন ওসি।