নকল স্যানিটাইজার বিক্রি, প্রতিষ্ঠান সিলগালা

নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে নগরীর জেল রোডের জমজম কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 04:11 PM
Updated : 11 July 2020, 04:11 PM

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসময় প্রতিষ্ঠানটির মালিক মনসুর আলী পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্রেতা হিসেবে জমজম কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি থেকে হ্যান্ড স্যানিটাইজার কিনতে মোবাইলে যোগাযোগ করি।

“বিক্রিতে রাজি হলে ৮০ লিটার হ্যান্ড সেনিটাইজারের দাম ধরা হয় সাড়ে ১১ হাজার টাকা। এজন্য এক হাজার টাকা অগ্রিমও দেয়া হয়। কিন্তু এরপর পণ্য দিতে গড়িমসি শুরু করে। ব্যবসা প্রতিষ্ঠানে বা কারখানায় আসতে নিষেধ করেন মনসুর আলী।”

পরে অন্য একটি স্থানে হ্যান্ড সেনিটাইজার পাঠাতে রাজি হলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অবস্থান নেয়।

এসময় জেল রোডের জমজম কেমিক্যাল অ্যান্ড পারফিউমারির সংলগ্ন মানিক এন্টারপ্রাইজ নামের অন্য একটি প্রতিষ্ঠানের মালিক মানিক ঘোষ হ্যান্ড সেনিটাইজার নিয়ে আসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “এসময় মানিক ঘোষকে আটক করা হয়। এরমধ্যে মনসুর আলী দোকান বন্ধ করে পালিয়ে যায়।”

“মানিক ঘোষ স্বীকার করেন, তিনি জমজম কেমিক্যাল ও পারফিউমারির কাছে স্পিরিট ও মিথানল বিক্রি করেন ও হ্যন্ড স্যানিটাইজার বিক্রিতে সহায়তা করেন। নিজেও বিক্রি করেন। তারা নিজেরাই বালতিতে ক্যামিকেল মিশিয়ে এসব হ্যান্ড সেনিটাইজার তৈরি করেন।”

নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি ও প্রতারণার দায়ে মানিক ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকান তালা দিয়ে পালিয়ে যাওয়ায় জমজম কেমিক্যাল সিলগালা করা হয়।