নষ্ট মানুষদের বিরুদ্ধে জনযুদ্ধ সময়ের দাবি: নাছির

মহামারীর দুর্যোগে সমাজবিরোধী নষ্ট মানুষদের বিরুদ্ধে জনযুদ্ধ সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 04:05 PM
Updated : 11 July 2020, 04:05 PM

শনিবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও প্রসাশনের কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে আয়োজিত দোয়া ও শোক সভায় মেয়র এসব কথা বলেন।

নাছির বলেন, “যারা মরণঘাতি করোনাকালে প্রতিরোধযুদ্ধে হারিয়ে গেছেন তারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মতই জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে এই দুর্যোগের মাঝেও সমাজ ও সভ্যতাবিরোধী নষ্ট মানুষের কালো কারবার স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধ শুরু হওয়া সময়ের দাবি।

“কারণ এরা সমাজ-সভ্যতার শুভবোধের বিপরীত কলংকের চিহ্ন। এ চিহ্নকে নির্মূল করতেই হবে। যারা ভয়কে জয় করে জীবন উৎসর্গ করেছেন তারা জাতীয় বীর। তাদের প্রতি জাতির সহস্র সালাম।”

মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী কাজী নুরুল আবছার প্রমুখ।