চট্টগ্রাম রেল স্টেশনে সোনার বারসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে তিনটি বারসহ ৬০ ভরি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 04:43 PM
Updated : 9 July 2020, 04:43 PM

বুধবার রাতে স্টেশন এলাকা থেকে কণক বণিক (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুইয়া।

তিনি বলেন, ওই ৬০ ভরির মধ্যে সোনা গলিয়ে তৈরি তিনটি বার ছিল। এছাড়া একটি করে চেইন ও ব্রেসলেট ছিল।

কনকের বাড়ি ফেনীতে। তিনি সোনা গলানোর জন্য চট্টগ্রামের হাজারি গলিতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তাফিজ ভুইয়া বলেন, “তার কাছ থেকে ৫৮ ভরি ওজনের তিনটি সোনার বার ও চেইন-ব্রেসলেট পাওয়া গেলেও এর বিপরীতে কোন যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এতে করে সরকারের রাজস্ব ফাঁকির বিষয় থাকতে পারে। সেকারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

কনক ফেনী যাওয়ার জন্য রেল স্টেশন এসেছিলেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। সোনাগুলো কিভাবে গলানো হল তা তদন্ত করে দেখা হচ্ছে।