চট্টগ্রামে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 10:03 AM
Updated : 8 July 2020, 10:03 AM

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার জেলায় আরও ছয় জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২০৪ জন হয়েছে।

মঙ্গলবার মৃতদের মধ্যে পাঁচজনই নগরীর বাসিন্দা।

করোনাভাইরাস সংক্রমণের শুরুতে ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম রোগী শনাক্ত হয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন।

এরপর ১০ জুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা একশ ছাড়ায়। সে হিসেবে গত ২৮ দিনে শেষ একশ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা গেলেন।

এরমধ্যে ২ ও ৩ জুলাই চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসের আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

এরপর ৪ জুলাই দুই জন, ৫ জুলাই ছয়জন এবং ৬ জুলাই তিনজন মারা যান।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের ছয়টি কেন্দ্রে মোট ১৪৭১টি নমুনা পরীক্ষা করে মঙ্গলবার ২৯৫ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এসময়ে ছয় জন মারা গেছেন।

চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৭২ জন। শতকরা হিসেবে এরমধ্যে মৃত এক দশমিক ৮৯ শতাংশ।

মৃতদের মধ্যে ১৪৫ জনই নগরীর বাসিন্দা। অন্য ৫৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।