কর্ণফুলীতে ডুবেছে লাইটারেজ

স্টিল স্ক্র্যাপ বহনকারী একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 09:22 AM
Updated : 8 July 2020, 11:23 AM

বুধবার ভোর রাতে কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান।

তিনি বলেন, “জাহাজডুবির কারণে বন্দর চ্যানেলে নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।”

শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লিটমণ্ড শিপিং লিমিটেডের এমভি বোর্নিও প্রিন্স-২ কর্ণফুলীর সদরঘাট জেটিতে এসেছিল দুই হাজার ২৪৬ মেট্রিক টন স্টিল স্ক্র্যাপ খালাস করার জন্য।

নদীতে স্রোত বেশি থাকায় ভোরে দিকে নোঙ্গর ছিঁড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশে থাকা আরেকটি লাইটারেজকে ধাক্কা দিয়ে ডুবে যায় বলে লিটমণ্ড শিপিংয়ের অপারেশন ইনচার্জ জাহিদ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাহাজের ১৪ জন ক্রু নিরাপদেই পাশের আরেকটি জাহাজে উঠে যেতে পারায় কারও কোনো ক্ষতি হয়নি।

চট্টগ্রাম বন্দর সচিব জানান, বোর্নিও প্রিন্স-২ নিয়ন্ত্রণ হারিয়ে সদরঘাটের বিপরীত দিকে দুই নম্বর বয়াতে আঘাত করে। এ সময় বয়াতে বাঁধা কয়েকটি লাইটারেজের ক্ষতি হয়।