সাগরে মাছ ধরায় ৫ জেলেকে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা না মেনে জাল দিয়ে সাগরে মাছ ধরায় পাঁচ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 03:43 PM
Updated : 7 July 2020, 03:43 PM

মঙ্গলবার দুপুরে পতেঙ্গা সিটি আউটার রিং রোড এবং মেরিন একাডেমি এলাকায় এই অভিযানে প্রায় ছয় হাজার মিটার জালও ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে সাগরে জাল দিয়ে চিংড়ি পোনা ও অন্যান্য মাছ ধরায় পাঁচটি নৌকার মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“আমরা মেরিন ড্রাইভ এলাকায় গেলে খবর পেয়ে অনেক জেলে তাদের সমুদ্র তীরবর্তী পাতা জাল রেখে পালিয়ে যায় আমরা তা জব্দ করি ও ধ্বংস করি।”

সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষেধ।

অভিযান চলাকালে ওই এলাকায় আরো নৌকা থাকলেও তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।