সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যের মৃত্যু

সীতাকুণ্ডে বাসায় টেলিভিশনে ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যের মৃত্যুর পর কেবল অপারেটরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 02:38 PM
Updated : 4 July 2020, 02:38 PM

শনিবার সকালে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা দুইজন হলেন- মাহবুব আলম (৪৫) ও মনির হোসেন (২৮)।

জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে পূর্ব হোসনাবাদ গ্রামে ভাড়া থাকা সেনা সদস্য মমিন মিয়া (২৬) তার ঘরে ডিসের লাইন লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়। তিনি ভাটিয়ারির বিএমএতে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, “ওই এলাকার কেবল অপারেটরের লোকজন তার চুরি রোধে কেবলের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন বলে শুনেছি। এ কারণে ওই সেনা সদস্য বাসায় টিভিতে লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জেনেছি।”

এ ঘটনায় বিএমএর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন।

ওই মামলার ভিত্তিতে কেবল অপারেটরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি ফিরোজ আহমেদ।