চট্টগ্রামে বিজিএমইএর ফিল্ড হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা চিকিৎসায় বিজিএমইএর উদ্যোগে চট্টগ্রামে চালু হয়েছে একটি ফিল্ড হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 02:45 PM
Updated : 2 July 2020, 02:45 PM

বৃহস্পতিবার নগরীর সল্টগোলায় অবস্থিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালটি ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএ সভাপতি রুবানা হক, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বিএম আজাদ অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, তৈরি পোশাক রপ্তানি খাত বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’। এই খাতসহবৈশ্বিক মহামারী মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

ফিল্ড হাসপাতালটি চালু করায় বিজিএমইএকে ধন্যবাদ দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা ক্রমাগতভাবে সমন্বয় সভা করে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী-স্বেচ্ছাসেবী সবাইকে ঐক্যবদ্ধ করেছি, সে কারণে আগের পরিস্থিতি এখন নেই, অনেক উত্তরণ ঘটেছে। আইসিইউ, ভেন্টিলেটরসহ যে সুবিধাগুলোর অপ্রতুলতা ছিল, আমরা সেই সংকট সমাধান করতে সক্ষম হয়েছি।”

বিজিএমইএ প্রতিষ্ঠিত ফিল্ড হাসপাতালটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা তৈরি পোশাক খাতের কর্মীদের সঙ্গে সল্টগোলা এলাকার অসহায় সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবেন বলে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়।