চট্টগ্রামে করোনাভাইরাসে একজন, উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 03:33 PM
Updated : 1 July 2020, 03:33 PM

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটিয়া উপজেলার ছনহরা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বুধবার ভোর রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি মঙ্গলবার বিকালে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার রাতে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।

দীপালি রাণী দাশ নামে নগরীর সদরঘাট এলাকার ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত রোববার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. আবদুর রব বলেন, অর্জুন মজুমদার নামে ৬০ বছর বয়সী আরেক ব্যক্তি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে মারা যান।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওই বাসিন্দা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত রোববার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়া বুধবার দুপুরে মোহাম্মদ জাহেদ (৪২) নামে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কনস্টেবল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৮ জন।