চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্য মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 11:24 AM
Updated : 1 July 2020, 11:25 AM

বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল আ ফ ম জাহেদ।

তিনি সিএমপি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৩ জুন দায়িত্বপালনরত অবস্থায় অসুস্থবোধ করেন কনস্টেবল জাহেদ। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তাকে সাতদিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ব্যবস্থাপত্র দেয়।

“করোনা উপসর্গ থাকায় ২৫ জুন নমুনা দেন তিনি। তবে তার প্রতিবেদন পাওয়া যায়নি।”

এডিসি বক্কর বলেন, মঙ্গলবার রাতে শারিরীক অবস্থার অবনতি হলে জাহেদকে বিভাগীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জাহেদ মারা যান।

কনস্টেবল জাহেদের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।