ফি ধরলে মানুষ নমুনা পরীক্ষা করাবে না: শাহাদাত

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় সরকারের ফি নির্ধারণের সমালোচনা করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 04:55 PM
Updated : 29 June 2020, 04:55 PM

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ফি ধরার ফলে মানুষ পরীক্ষা করাতে নিরুৎসাহিত হবে।

গত চার মাস ধরে বিনামূল্যে নমুনা পরীক্ষার পর স্বাস্থ্য অধিদপ্তর এখন ২০০ টাকা ফি নিয়ে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।  

বিবৃতিতে শাহাদাত মহামারীকালে মানুষের দিশেহারা অবস্থা তুলে ধরে বলেন, “সেই সময় করোনার নমুনা পরীক্ষায় সরকার ফি নির্ধারণ করায় এখন মানুষ পরীক্ষা করানো থেকে বিরত হবে।”

এতে করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কাজটি ‘অসম্ভব হয়ে দাঁড়াবে’ বলে মনে করেন এই চিকিৎসক।

“করোনা নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষা ফ্রি করানো উচিৎ। যত বেশি পরীক্ষা হবে তত নিয়ন্ত্রণে থাকবে।

পরীক্ষা কম হলে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”

ডা. শাহাদাত নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও এন্টিবডি টেস্টের মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে নমুনা পরীক্ষার আওতায় আনার আহ্বান জানান।

চট্টগ্রামের স্থগিত মেয়র নির্বাচনের বিএনপির প্রার্থী শাহাদাত বলেন, এই ফি নির্ধারণ করে সরকার ‘ব্যবসায়ীর ভূমিকায়’ অবতীর্ণ হয়েছে।

তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, হাই-ফ্লো-অক্সিজেন ন্যাজল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, সি প্যাপ মেশিন কেনা এবং চিকিৎসকদের প্রণোদনা বাবদ অতিসত্বর ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিলাম।

“কিন্তু সরকার আজ পর্যন্ত এই বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। এতে সমগ্র চট্টগ্রামবাসী হতাশ হয়েছে। বরাদ্দ না দিয়ে চট্টগ্রামের প্রতি বিমাতাসূলভ আচরণ করা হয়েছে।”