চবির নতুন প্রক্টর রবিউল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 02:34 PM
Updated : 29 June 2020, 02:51 PM

একই সঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক এস এম মনিরুল হাসানকে। এতদিন তিনি প্রক্টর পদে দায়িত্ব পালন করছিলেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার শেখ আব্দুর রাজ্জাককে।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সোমবার তাদের নিয়োগ দেন।

ড. রবিউল হাসান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার তিনি প্রক্টর পদে যোগদান করেছেন।

আগামী এক বছরের জন্য তাকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।     

অধ্যাপক এস এম মনিরুল হাসান

গত বছরের নভেম্বর মাসে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মনিরুল হাসানকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্য এক অফিস আদেশে মনিরুল হাসানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

রোববার পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন কে এম নুর আহমদ। মঙ্গলবার তিনি অবসরে যাচ্ছেন। এরআগে সোমবার তাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।