কোভিড-১৯: চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৪৬

চট্টগ্রামে নতুন করে আরও ২৪৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 07:58 AM
Updated : 26 June 2020, 07:58 AM

এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪৬৬ জনে, যাদের মধ্যে ১৩৭০ জন শেষ ছয় দিনে শনাক্ত হয়েছেন।

শুক্রবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার চট্টগ্রাম ও কক্সবাজারের মোট সাতটি ল্যাবে ১০৯৩টি নমুনা পরীক্ষায় এ ফল আসে।

নতুন শনাক্ত ২৪৬ জনের মধ্যে নগরীর বাসিন্দা ২১২ জন এবং বিভিন্ন উপজেলার মোট ৩৪ জন। এর মধ্যে হাটহাজারী উপজেলায় সর্বোচ্চ ৮ জন শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায় ৮৩ জনের শরীরে, যাদের মধ্যে ৭৮ জন নগরীর এবং পাঁচজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭৭টি। এদের মধ্যে পজেটিভ আসে ১৭ জনের যাতে নগরীর বাসিন্দা ১০ জন ও উপজেলার সাতজন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের পজেটিভ আসে। এদের মধ্যে নগরীর দুজন এবং বিভিন্ন উপজেলার সাতজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৩১টি নমুনা পরীক্ষা করে আট জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর পাঁচজন ও বিভিন্ন উপজেলার তিনজন।

নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৪টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তারমধ্যে ৫৯ জন নগরীর বাসিন্দা, সাতজন উপজেলার।

বেসরকারি শেভরন হাসপাতালে ১০০টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫৮ জন নগরীর এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার একজন বাসিন্দার করোনভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে ২০ জুন নতুন ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রোগীর সংখ্যা বেড়ে হয়েছিল ৬০৯৮ জন।

এরপর ২১ জুন ১৯৪ জন, ২২ জুন ১৯২ জন এবং ২৩ জুন ২১৭ জন, ২৪ জুন ২৮০ এবং ২৫ জুন ২৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয় চট্টগ্রামে।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১৩ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৬০ জন।