করোনাভাইরাসে চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 08:05 AM
Updated : 25 June 2020, 08:05 AM

শহীদুল আনোয়ার নামের ষাটোর্ধ্ব ওই চিকিৎসক বুধবার গভীর রাতে হাসপাতালের আইসিইউতে মারা যান।

তিনি নগরীর চান্দগাঁও এলাকার বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ছিলেন। জামালখান এলাকায় তার চেম্বারও ছিল। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক আফতাবুল ইসলাম জানান, গত ২৬ মে চিকিৎসক শহীদুল আনোয়ার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

“চারদিন আগে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার রাতে তার মৃত্যু হয়।”

এর আগে বুধবার চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক সমিরুল ইসলাম মারা যান।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেও সেরে উঠেছিলেন। বুধবার তার ফুসফুস আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয়। পরে দুপরের দিকে তিনি মারা যান।