চট্টগ্রামের আ. লীগ নেতা নুরুল ইসলামের মৃত্যু

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 03:55 PM
Updated : 24 June 2020, 03:55 PM

মঙ্গলবার রাতে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (৭০) মারা যান। তিনি হৃদরোগ, আলসার, হাপানিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বুধবার বিকেলে নগরীর চান্দগাঁও থানার সাহেব মিয়া কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নুরুল ইসলামের মৃত্যুতে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি শোক জানিয়েছেন।

চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নূর আহমদ নুরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়দিন আগে নুরুল ইসলামকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নগর কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম এই ওয়ার্ডে দুই বার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।