চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মামলার আসামি নিহত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 11:01 AM
Updated : 24 June 2020, 11:01 AM

নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণী ঘাটা এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ওই ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান।

নিহত যুবকের নাম মো. রাসেল (২৭)। তার বাসা পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকায়। তার বিরুদ্ধে ডাকাতি ছিনতাইসহ অন্তত সাতটি মামলা আছে।

গ্রেপ্তার মো. ইয়াছিন (২৪) তার সহযোগী ।

ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বারুণী স্নান ঘাটে একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

ওসি বলেন, “ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে নিহত যুবকের নাম রাসেল বলে জানায়। হতাহতরা পাহাড়তলী, হালিশহর এলাকায় ছিনতাই, ডাকাতির সাথে জড়িত।”

ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মঈনুর।