করোনাভাইরাসে সাবেক রেল কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 04:53 PM
Updated : 23 June 2020, 04:53 PM

মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত অঞ্জন সেন (৬৭) রেলওয়ে পূর্বাঞ্চলের পাওয়ার কন্ট্রোল বিভাগের সিনিয়র অফিসার ছিলেন। ২০১০ সালে তিনি অবসরে যান।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে তার স্থায়ী নিবাস।

অঞ্জন সেনের ছেলে অলক সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ জুন বাবার জ্বর-কাশি শুরু হয়। পরদিন নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। ১৬ জুন পজেটিভ রিপোর্ট আসে। ১৭ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

“এরপর জ্বর-শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার সকালে হঠাৎ সুগার লেভেলও অস্বাভাবিক কমে যায়। এরপর বাবা মারা যান।”

উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

কোভিড-১৯ উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত জাহাঙ্গীর আলম (৫০) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে উপ- পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার জ্বর আসায় এসআই জাহাঙ্গীর আলমকে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়। 

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল জানান, মঙ্গলবার জাহাঙ্গীরের নমুনা পরীক্ষা করানোর কথা ছিল। তার আগেই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এসআই জাহাঙ্গীরেরর লাশ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।