কোভিড-১৯ ‘পজিটিভ’ এসএমএস পেয়ে বিভ্রান্তিতে সংবাদকর্মী

কোভিড-১৯ পজিটিভ এসএমএস পেয়ে বিভ্রান্তিতে পড়েছেন চট্টগ্রামের এক সাংবাদকর্মী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 06:44 PM
Updated : 23 June 2020, 08:39 AM

প্রথমবার নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এরপর আবার তার কাছে এসএমএস এসেছে।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের এই সংবাদকর্মী হলেন এম এ হোসাইন।

সোমবার (২২ জুন) তিনি একটি এসএমএস পান, যাতে বলা হয়, গত ১৭ জুন দেওয়া তার নমুনা পরীক্ষার ফল ‘পজেটিভ’ হয়েছে।

অথচ ১৭ জুন কোনো নমুনাই দেননি বলে জানান হোসাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ জুন তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব বুথে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। তারপর ১৯ জুন এসএমএস এসেছিল তার কাছে, তাতে বলা হয়েছিল তিনি কোভিড-১৯ পজিটিভ।

এরপর রোববার (২১ জুন) মামুন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করাতে দিয়ে ফলের অপেক্ষায় রয়েছেন।

এরমধ্যে সোমবার সকালে আরেকটি এসএমএস আসে।

হোসাইন বলেন, “সেখানে বলা হয়েছে ১৭ জুন আমি নমুনা দিয়েছি। ওই দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে তা পরীক্ষা করে আমার কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

“অথচ ১৭ জুন আমি কোনো নমুনাই দিইনি। নমুনা ছাড়াই পরীক্ষা করে রিপোর্ট! প্রথমবার ১৪ দিন পর, আর এবার পরীক্ষা ছাড়াই রিপোর্ট পেলাম!”

হোসাইন বলেন, গত ৩০ মে থেকে তার জ্বর ও শরীর ব্যথা শুরু হয়। তা বেড়ে যাওয়ায় ৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে নমুনা দিয়েছিলেন।

“তবে পরদিন থেকে আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি।১৯ জুন আমি যখন প্রতিবেদন হাতে পেয়েছি তখন আমি সুস্থ।”

বর্তমানে হাল্কা কাশি ছাড়া আর কোনো সমস্যা নেই বলেও জানান হোসাইন।