চট্টগ্রামে আরও ১৯২ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় আরো ১৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 12:08 PM
Updated : 22 June 2020, 12:08 PM

সোমবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রাম ও কক্সবাজারের মোট ছয়টি ল্যাবে ১০৪৯টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে।

নতুন শনাক্ত ১৯২ জনের মধ্যে নগরীর বাসিন্দা ১২১ জন এবং বিভিন্ন উপজেলার ৭১ জন। এর মধ্যে ফটিকছড়ি উপজেলায় সর্বোচ্চ ২০ জন রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০৩টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭০টি। এদের মধ্যে পজেটিভ আসে ৪৭ জনের।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের পজেটিভ আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৭জনের কোভিড-১৯ শনাক্ত হয়। নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৪টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা হয়। এতে উপজেলার এক বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫৯ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৪১ জন।