করোনাভাইরাসে চট্টগ্রামের প্রবীণ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 07:01 AM
Updated : 22 June 2020, 07:26 AM

রোববার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানিয়েছেন।

নাক, কান-গলা বিশেষজ্ঞ ৭৭ বছর বয়সী ডা. ললিত চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামে অত্যন্ত সুপরিচিত।

ডা. রব জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ডা. ললিত ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নেন। শুক্রবার তাকে জেনারেল হাসপাতালে আনা হয়।

“উনার কোভিড-১৯ পজেটিভ ছিল। প্রচুর শ্বাসকষ্ট নিয়ে উনি আইসিইউতে ছিলেন। গত রাত ১১টার দিকে তিনি মারা যান।”

ললিত কুমার দত্তের পৈত্রিক নিবাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়। তিনি নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় থাকতেন।

১৯৭১ সালে ভারতের গোকুল নগর ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডা. ললিত কুমার দত্ত। 

তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম শোক জানিয়েছে।