উপসর্গ ‘বুঝে’ হাসপাতালে যান: নওফেল

রোগীর চাপ এড়াতে করোনাভাইরাস মহামারীকালে ‘উপসর্গ বুঝে’ তারপর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 04:48 PM
Updated : 21 June 2020, 04:48 PM

রোববার নগরীর পাথরঘাটা এলাকায় জালাল আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজার ও পালস অক্সিমিটার প্রদানে ‘টিম-৩৪ পাথরঘাটা’ নামের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

নওফেল বলেন, “সব রোগকে করোনাভাইরাস সন্দেহ করে হাসপাতালে ভিড় করলে অন্য রোগীদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে।

“হাসপাতালে রোগীদের অতিরিক্ত চাপে চিকিৎসা সেবা ব্যাহত হলে সকলেই কষ্ট পাবেন। তাই উপসর্গ বুঝে হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করুন।”

জালাল আহমেদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি এরকম মানবিক কাজে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জালাল আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আসফাক আহমদ, নগর আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, কোতোয়ালী ওসি মোহাম্মদ মহসিন, মঈন মাসরুর আহমেদ, জোবাইর আহমেদ প্রমুখ।