সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত

কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 09:54 AM
Updated : 20 June 2020, 09:56 AM

শনিবার নাফিস নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ৩৫ বছর বয়সী নাফিস বর্তমানে চট্টগ্রামে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ দিন আগে জ্বর, শরীর ব্যথাসহ নতুন করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায় তার। দুই- তিন দিন জ্বর থাকায় নমুনা পরীক্ষা করাতে দেন। তাতে রেজাল্ট পজিটিভ আসে।

“মাঝখানে কিছু দিন বেশি দুর্বল ছিলাম। মুখে স্বাদ ছিল না। আই অ্যাম ডুয়িং ওয়েল নাউ... এখন ভালো আছি। গেটিং বেটার। বাসায় আছি আইসোলেটেড আছি।”

তামিমের আগে বাংলাদেশ ক্রিকেট দলে ওপেনার হিসেবে খেলেছিলেন নাফিস, তবে নানা কারণে পূর্ণতা পায়নি তার সম্ভাবনা।

বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস। টেস্টে সেঞ্চুরিও রয়েছে তার। ২০০৬ সালের পর আর জাতীয় দলে ফেরা হয়নি তার।

২০১৮ সালে ঘরোয়া ক্রিকেটে শেষবার মাঠে নামা নাফিস এখন ব্যস্ত ব্যবসা নিয়ে। পাশাপাশি নানা সময়ে বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আছেন ক্রিকেটের সঙ্গে।