চট্টগ্রামে স্থানীয়দের গড়ে তোলা হাসপাতালে নওফেলের সহায়তা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় স্থানীয়দের উদ্যোগে গড়ে তোলা বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালে এক লাখ টাকা ও সুরক্ষা সামগ্রী দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 06:30 PM
Updated : 19 June 2020, 06:30 PM

শুক্রবার ওই হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি এই অর্থ সহায়তা দেন।

পরিদর্শনের সময় নওফেল সেখানকার চিকিৎসক, নার্স, সেচ্ছাসেবক ও রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের যে কোনো সংকট নিরসনে সাহসিকতার সাথে সামনে থেকে নেতৃত্ব দেন। এইবারও তার ব্যতিক্রম ঘটেনি। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট নিরসনে বঙ্গবন্ধুকন্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

“এই সংকটকালে নিজেরা উদ্যোগ নিয়ে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে হাসপাতাল করে উদ্যোক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করেছেন।”

এমন উদ্যোগে আগ্রহী হয়ে আরও অনেকে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ হোসেন আহমদ, জাকির আহমেদ খোকন, আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।

৫০ শয্যার হাসপাতালটি ১৩ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।