করোনাভাইরাস: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৮ জন

চট্টগ্রামে আরও ১৪৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 06:36 AM
Updated : 19 June 2020, 06:36 AM

জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের পাঁচটি ল্যাবে মোট ৭২১টি নমুনা পরীক্ষায় এ ফল আসে।

এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭৯টি। এদের মধ্যে পজেটিভ আসে ২৩ জনের যাতে নগরীর বাসিন্দা ১৩ জন ও উপজেলার ১০ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের পজেটিভ আসে। এদের মধ্যে নগরীর ৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৮ জন।

একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। যাদের মধ্যে ৬০ জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৯ জন এবং বিভিন্ন উপজেলার ২৫ জন।

অপরদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৯৬টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে নগরীর ছয়জনের করোনাভাইরাস পজেটিভ হয়।

এই নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট পাঁচ হাজার ৯১১ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৩২ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৩৩ জন।