পটিয়ার গৃহবধূ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

চট্টগ্রামে পটিয়ার গৃহবধূ ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 04:21 PM
Updated : 18 June 2020, 04:21 PM

নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. জুয়েল (২৮) ও মো. মিন্টু (৩৩)। তাদের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায়।

গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এনিয়ে মামলা করা হয়।

এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালথালী উপজেলায় তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নারী এবং অভিযুক্তরা প্রতিবেশী। বিয়ের আগে থেকে তাকে ওই যুবকরা উত্ত্যক্ত করত বলে জানিয়েছে।

৭ জুন রাতে স্বামীর সাথে শ্বশুড় বাড়ি যাওয়ার পথে অভিযুক্তরা তাদের পথ আটকে স্বামীর কাছ থেকে তাকে অন্য দিকে নিয়ে দলবেঁধে ধর্ষন করে।

গ্রেপ্তার ‍দুজন ছাড়া আসামি অন্যরা হলেন- মো. হান্নান ও মো. মন্টু। তাদের বাড়িও কোলাগাঁও এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পরপর আসামিরা পটিয়া থেকে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকা থেকে মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে তথ্য নিয়ে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।”