চট্টগ্রামে আরও ১৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৬৩ জন হল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 10:07 AM
Updated : 18 June 2020, 10:07 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আগের দিন চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৭৯৬টি নমুনা পরীক্ষার ফল আসে।

ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭৯টি। এর মধ্যে কোভিড-১৯ পজেটিভ আসে ৪৩ জনের। তাদের ৯ জন নগরীর বাসিন্দা এবং ৩৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের ফল পজেটিভ আসে। তাদের মধ্যে নগরীর ৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৮ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। তাদের মধ্যে উপজেলার চারজন এবং ৫৯ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করে ২১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৫ জন এবং বিভিন্ন উপজেলার ১৬ জন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৯টি নমুনা পরীক্ষায় নগরীর ২৩ জনের করোনাভাইরাস পজেটিভ আসে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৩১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫২ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২৮ জন।

আরও পড়ুন