চট্টগ্রামে আরও ২২২ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন করে ২২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 06:21 AM
Updated : 13 June 2020, 06:21 AM

শুক্রবার চট্টগ্রামের চারটি ও কক্সবাজারের একটি ল্যাবে করা ৮৭৪টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয় বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে এদিন নমুনা পরীক্ষা হয় ২২৫টি। এতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায় ৪৫ জনের। এর মধ্যে মহানগরীতে ২২ এবং বিভিন্ন উপজেলায় ২৩ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ২৬ জনের। এরা সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হয় ৪৪৮টি নমুনার। এখানে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ১৩৭ জনের মধ্যে। এর মধ্যে মহানগরী এলাকার ১২৯ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছে আটজন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করা ১২৩টি নমুনায় পজিটিভ পাওয়া গেছে ১১ জনের। এরা সকলেই মহানগরী এলাকার বাসিন্দা।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে তিন জনের। এদের সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন কোভিড-১৯ পজিটিভ রোগী। আর সুস্থ হয়েছেন ২০জন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ৮২০ জনে।