সীতাকুণ্ডে একাকী ঘরে জ্বরাক্রান্ত এসআইর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বরে আক্রান্ত হয়ে একজন এসআইর মৃত্যুর পর করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 10:18 AM
Updated : 6 June 2020, 10:18 AM

সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই একরামুল ইসলাম (৪৫) পৌর এলাকার উত্তর বাজারে একটি ভাড়া বাসায় একা থাকতেন।

শনিবার সকালে টেলিফোনে তার সাড়া না পেয়ে থানার পুলিশ সদস্যরা বাসায় যান। সেখান থেকে একরামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনার আগেই তার মৃত্যু ঘটে।

“পুলিশ সদস্যরা জানিয়েছেন, আট দিন আগে উনার জ্বর উঠেছিল। যথন আনা হয় তথন তার মুখে ফেনা ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। উনার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।”

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর বাজার এলাকার একটি বাসায় উনি (একরামুল) একা থাকতেন। সকালে টেলিফোনে সাড়া না পেয়ে বাসায গিয়ে উনাকে মৃত পাওয়া যায়।”

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌল্লাহ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই একরামুল জ্বরে আক্রান্ত ছিলেন বলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার ১০০ ডিগ্রির মতো জ্বর এবং কাশি ছিল।”

এরআগে শুক্রবার রাতে আসা প্রতিবেদনে সীতাকুণ্ড থানার অন্য একজন এসআই এবং একজন কনস্টেবলের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে।

থানার পুলিশ সদস্যদের মধ্যে যাদের জ্বর আছে, তাদের কয়েকদিন আগেই ছুটি দেওয়া হয়।